সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Tuesday, November 30, 2021

বাগেরহাট আবাহনী ক্লাব ও ডায়াবেটিক হাসপাতাল কমপ্লেক্স নির্মান শুরু

বাগরহাট প্রতিনিধি:বাগেরহাটে এক কোটি টাকা ব্যয় আবাহনী ক্লাব ভবন ও ডায়াবেটিক হাসপাতাল কমপ্লেক্স নির্মান কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে বাগেরহাট কেদ্রীয় শহীদ মিনার সড়ক আবহনী ক্লাব ভবন ও ডায়াবেটিক হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত জমিতে আনুষ্ঠানিকভাবে এই কাজ শুরু হয়। এসময়, বাগেরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হাসান,

সাধারণ সম্পাদক কাজী মুকিত ঝটু, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. মোশারফ হাসান, বাগেরহাট পৌরসভার কাউন্সিলর আবুল হাসান শিপন, তালুকদার আব্দুল বাকি, রেজাউর রহমান মটু, মনিরুজ্জামান খান, কোহিনুর বেগম ডালিম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি আহসানুল করিম, মো. দেলোয়ার হোসেন, বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, প্রকৌশলী রেজাউল করিম রিজভি, রায়হান হাসান সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ ডায়াবেটিক সমিতির সদস্যরা উপস্হিত ছিলেন।

স্হানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ হিসেবে পাওয়া এক কাটি টাকা দিয়ে বাগেরহাট পৌরসভার বাস্তবায়নে প্রাথমিকভাব এই কাজ শুরু করা হয়েছে। নির্ধারিত জমিতে প্রশিক্ষণ সেন্টারসহ চারতলা বিশিষ্ট আবাহনী ক্লাব ভবন ও আধুনিক ডায়াবেটিক হাসপাতাল কমপ্লেক্স নির্মান করা হবে বলে জানিয়েছেন বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী।
নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ বলেন, বাগেরহাট আবাহনী ক্রীড়া চক্রের জন্য চারতলা বিশিষ্ট আবাহনী ক্লাব ভবন ও আধুনিক ডায়াবেটিস সোসাইটি হাসপাতাল নির্মান করা হবে। ডায়াবেটিস সোসাইটি হাসপাতালটি হবে মাল্টিপারপাস ও মাল্টি ফাংশনাল। এর অধীন চারতলা, ছয় তলা ও দশ তলা বিশিষ্ট ৩টি ভবন নির্মানের পরিকল্পনা রয়েছপ। তবে প্রাথমিকভাবে চিকিৎসক চেম্বার, পশট অপক্ষা কক্ষ, ল্যাব ও টয়লেট সুবিধা নির্মান করা হবে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে অন্যান্য কাজ সমাপ্ত করা হবে।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন, বাগেরহাটের সাধারণ সম্পাদক ডা. মো. মোশারফ হোসেন বলেন, এই প্রকল্পটি বাগরহাটবাসীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের স্বাস্হ্যসেবা প্রাপ্তি ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি আবাহনী ক্লাব ভবনের মাধ্যমে এলাকার যুব সমাজ খেলাধুলার প্রতি আগ্রহী হবে। আমরা আশা করি দ্রুততার সাথে প্রকল্পটির বাস্তবায়ন সম্পন্ন হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: