সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Sunday, November 21, 2021

পোষ্টারে ছেয়ে গেছে কাউনিয়া-প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে

মোঃ আসাদুজ্জামান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর কাউনিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঘিরে উপজেলার সর্বত্র এখন চোখে পড়ছে পোস্টার আর পোস্টার। সড়কের দুই ধারে গাছে গাছে, রশিতে রশিতে ঝুলছে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের প্রতীক ও নিজ ছবি সংবলিত সাদা কালো পোস্টার।

প্রতীক বরাদ্দের পর থেকে যার যার মার্কা নিয়ে নিজ এলাকায় প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রতিটি ওয়ার্ডের বাজার, পাড়া ও মহল্লায় প্রার্থীরা নির্বাচনী অফিস বসিয়েছে। সেখানে কর্মী সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে। পাশাপাশি প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে অংশ নিচ্ছেন উঠান বৈঠক, পথসভা, মিটিং ও মিছিলে।গঙ্গানারায়ন এলাকার সম্রাট নামে এক ভোটার বলেন, এলাকার মানুষের পাশে থাকবেন এবং উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমন প্রার্থীকে দেখে বুঝে ভোট দেবেন তারা। এ ছাড়া ৬টি ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত নৌকার প্রার্থীর পাশাপাশি অনেকে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। উপজেলার সব ইউনিয়নে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ও দুই ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী থাকলেও বাকী ৪ ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী নেই। বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এ নির্বাচন বর্জন করেছে। কোন কোন ইউনিয়নে বিএনপির প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। তবে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত নেতারা বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। সরেজমিনে দেখা যায়, প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনার সময় নানান প্রতিশ্রæতি দিচ্ছেন। নৌকার প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রæতি আর স্বতন্ত্র প্রার্থীরা বলেছেন, সুষ্ঠু নির্বাচনে জয়লাভ করে শান্তিপূর্ণ সমাজ গঠনের ও মাদক, সন্ত্রাস মুক্ত নিরাপদ এলাকা গঠন ও জনগণের অধিকার বাস্তবায়নের কথা। টেপামধুপুরের ইউনিয়নের ভোটার মোঃ জিয়াউর বলেন, অনেক প্রার্থী ভোটের সময় এসে নানা প্রতিশ্রæতি দিয়ে ভোট নিয়ে যায়, পরে আর খোঁজ খবর রাখে না। অতীতের অভিজ্ঞতায় এবার যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করব।

আগামী ২৮ নভেম্বর উপজেলার ৬টি ইউনিয়নের ৭১ টি কেন্দ্রে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৮ জন ও সাধারণ সদস্য পদে ২০৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৪৭৭ জন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: