কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় জিন্নাহ চম্পা ফাউন্ডেশন (জেসিএফ) এর আয়োজনে বার্ষিক প্রমোদ আনন্দ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১২ জানুয়ারী দিনব্যাপি তিস্তার চরে (দুই ব্রীজের মাঝে) এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান ঘিরে মার্ঠে হাঁড়ী ভাঙ্গা,নৌকার বাইচ,ফুটবল খেলা, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা ও লটারী পুরস্কারসহ ছিলো নানা আয়োজন।
জিন্নাহ চম্পা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও কাউনিয়া ডায়াবেটিস সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্'র সভাপতিত্ব ও জিন্নাহ্- চম্পা ফাউন্ডেশনের সম্পাদক মাহমুদুল হাসান পিন্টুর ইভেন্ট পরিচালনায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল,তিসতা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহ রাজু,
কাউনিয়া কলেজের প্রভাষক আসাদুজ্জামান শামিম, লালমনিহাট আদর্শ কলেজের সহকারী অধ্যাপক আবু রেজা। উপস্থিত ছিলেন জিন্নাহ-চম্পা ফাউন্ডেশনের যুগ্ন সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক সাজু, হোসাইন মোহাম্মদ আরিফ,সাংবাদিকবৃন্দ, রিফাত, অপুর্ব, রবিউল, রাজা, আশিক, রোমান সহ,বিভিন্ন সংগঠনের প্রায় ৪০০জন অংশ গ্রহন করে।
0 coment rios: