মোঃ আসাদুজ্জামান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ তৃতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে কাউনিয়া উপজেলা। নাওয়া খাওয়া বাদ দিয়ে উপজেলার ৬টি ইউনিয়নেই কোমর বেঁধে প্রচারণায় নেমেছেন চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা সদস্য,সাধারণ সদস্য প্রার্থীরা। ভোট চাইতে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রæতি। ভোটাররাও উদগ্রীব হয়ে আছেন ভোট উৎসবের মধ্য দিয়ে নতুন করে প্রতিনিধি নির্বাচন করতে।
হাট-বাজার, চা-স্টল,পাড়া-মহল্লার মোড়ে মোড়ে চলছে নির্বাচনী আলোচনা। জমে উঠেছে গল্প-আড্ডায় ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। কাউনিয়া উপজেলায় মোট ইউনিয়ন রয়েছে ৬টি। প্রতীক হাতে পেয়েই নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। প্রতিদিনিই উৎসবমুখর পরিবেশে পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকে প্রার্থীরা নানারকম প্রতিশ্রæতি দিচ্ছেন। কর্মী-সমর্থকরা রাস্তায় রাস্তায় মিছিল বের করছেন, মাইকে বাজানো হচ্ছে নির্বাচনী গান ও প্রচার। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। খাওয়া-দাওয়া ছেড়ে কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন তারা। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা দলবেঁধে প্রচার প্রচারণায় নির্বাচনী এলাকা সরগরম করে তুলছেন। অটোরিকশা, ইজিবাইক, নসিমন ও রিকশায় মাইক বেঁধে নির্বাচনী প্রচারণা চলছে।
আগামী ২৮ নভেম্বর উপজেলার ৬টি ইউনিয়নের ৭১ টি কেন্দ্রে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৮ জন ও সাধারণ সদস্য পদে ২০৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নি”েছন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৪৭৭ জন।

0 coment rios: