রংপুরের কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশনের পশ্চিম কেবিন এলাকায় ময়নার দীঘির পানিতেডুবে ছলিম উদ্দিন কামার (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা দিকে এ ঘটনা ঘটে সে উপজেলা সদরের হলদীবাড়ি গ্রামের পরশ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, তকিপল হাটের দোকাদার ছলিম কামার রেল স্টেশন কাউনিয়া কলেজ সড়কে বাড়িতে আসার পথে ময়নার দীঘিতে পানি ব্যবহার করতে দীঘির পাড়ে নামেন।কখন যে পানিতে ডুবে মারা যায় তা কেউ বুঝতেই পারেনি পরে পথচারী তার লাশ পানিতে ভাঁসতে দেখে উদ্ধার করে।
খবর পেয়ে কাউনিয়া থানাপুলিশ ঘটনাস্থলে সুরতহাল সম্পন্ন করেছে ইউডি মামলা শেষে লাশপরিবারের কাছে হস্তান্তর করা হয় এ তথ্য নিশ্চিত করেন কাউনিয়া থানার ওসি মোঃ মাসুমুর রহমান।


0 coment rios: