মোঃ আসাদুজ্জামান আসাদ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ দীর্ঘদিন মটর সাইকেল চুরি বন্ধ থাকার পর হঠাৎ করে আবার মটরসাইকেল চুরি শুরু হয়েছে। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে থেকে আনারুল ইসলাম নামের এক রোগীর একটি মটর সাইকেল চুরি যাওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সকাল আনুমানিক ১০ টার দিকে উপজলা স্বাস্থ্যকমপ্লেক্সর বারান্দার সামনে থেকে এ মটর সাইকেল টি চুরি যায়।
আনারুল ইসলাম জানান সে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বারান্দায় তার ব্যবহৃত বাজাজ কোম্পানির কালো রংয়ের ১২৫ সিসি ডিসকভার- রংপুর -হ-১২-৯৭২৪ মটরসাইকেল টি রেখে উপর তলায় তার নিকট আত্মীয় এক রোগী কে দেখতে যান। কিছুক্ষণ পর উপর তলা থেকে নীচে নেমে এসে দেখেন তার মটর সাইকেল টি নেই। কেবা কাহারা তার মটর সাইকেল টি চুরি করে নিয়ে গেছে। আনারুল ইসলাম সাব্দী গ্রামের শওকত আলীর পুত্র। এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। ওসি মাসুমুর রহমান বলেন অভিযোগ পেয়েছি। ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ মটর সাইকেল উদ্ধারে তৎপর রয়েছে।


0 coment rios: