মোঃ আসাদুজ্জামান আসাদ,কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ ‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’ শ্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে কাউনিয়ার মীরবাগে মাদক বিরোধী প্রীতি ফুটবল খেলা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মীরবাগে ধর্মেশ্বর মহেশা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, রংপুর বিভাগ ও মর্জিনা মেমোরিয়াল স্কুল এ খেলার আয়োজন করে। প্রাণবন্ত মাঠে ফুটবল প্রেমীদের উৎসব মূখোর পরিবেশে মর্জিনা মেমোরিয়াল স্কুল কাউনিয়া ও স্যান্টোস ক্লাব রংপুর এর মধ্যকার খেলায় ০১-০১ গোলে ড্র হয়।মর্জিনা মেমোরিয়াল স্কুলের এমডি আলহাজ্ব আব্দুল মজিদের সভাপতিত্বে মাদক বিরোধী সভায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ মাসুদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুমুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। পরে সম্মাননা ক্রেষ্ট ও পুরুষ্কার বিতরণ করা হয়।

0 coment rios: