সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Sunday, September 12, 2021

মীরবাগ ডিগ্রী কলেজের স্বাস্থ্যবীধি মেনে ক্লাস শুরু

মোঃ আসাদুজ্জামান আসাদ,কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃকোভিট-১৯ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় শিক্ষা মন্ত্রালয়ের নির্দেশ ক্রমে আজ ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়ায় কাউনিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো মীরবাগ ডিগ্রী কলেজ টি পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে সকল প্রকার স্বাস্থ্যবীধি মেনে পাঠদান শুরু।

রবিবারমীরবাগডিগ্রীকলেজেগিয়েদেখাযায়,পর্যাপ্তপানিরব্যবস্থা,হ্যান্ডস্যানিটাইজার,সাবান,হ্যাক্সিসল,স্যাভলন রাখা হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য আইসেলেশন কক্ষ তৈরি করা হয়েছে। চেয়ার -ব্রেঞ্চ টেবিল স্যাভলন পানি দিয়ে ধুঁয়ে শ্রেণী কক্ষে ছাত্রীদের বসার জায়গা মার্কিন করা রয়েছে। মীরবাগ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ কাঃ মোঃ জয়নুল আবেদীন বলেন শারীরিক দুরুত্ব বজায় রেখে শিক্ষক-ছাত্র-ছাত্রীদের মুখে মাস্ক পড়া নিশ্চিত করে ক্লাস শুরু করেছি। প্রতিষ্ঠান করোনা ঝুকি মুক্ত রাখতে আলাদা কমিটি করা হয়েছে। এসময় আরোও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ ফারুক আজম,সহকারী অধ্যাপক এ আর কামাল,প্রভাষক দিল আফরোজা বুলবুল, মোঃ শাহীন সরকার,আনোয়ার জান্নাত,আরাফাত হোসেন, নরেন চন্ত্র, জোনায়েদ হোসেন, তাইজুল ইসলাম পাটোয়ারী, সুকুমার চন্দ্র বর্মণ, দিলীপ চন্দ্র বর্মণ, লাভলী ইয়াসমীন, নাসরিন সুলতানা সহ কলেজের শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: