সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Friday, September 3, 2021

আপনার একটু সাহায়তা বাঁচতে পারে একটি প্রাণ ও তার পরিবার।

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃঅ্যাপেন্ডিসাইড অপারেশন পরবর্তী ইনফেকশন জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে মোঃ রুবেল মিয়া (২৬) বাঁচতে চায়।চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের সহায়তা চায় তার পরিবার। মো. রুবেল মিয়া কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ এলাকার মোঃ নুর মোহাম্মদ এর পুত্র,। বাড়ীর রুবেলই সবার ছোট ছেলে।

বিক্রির করার মতো আর কিছু না থাকায় অর্থাভাবে ছেলেদের চিকিৎসা এখন প্রায় বন্ধের পথে। চোখের সামনে সন্তানদের করুণ পরিণতি আর সহ্য করতে পারছে না তার পরিবার।
জানা গেছে, ঢাকার গামেন্টস কর্মী ছিলেন মোঃ রুবেল মিয়া বিগত ৫ মাস আগে দূরারোগ্যব্যাধী অ্যাপেন্ডিসাইড ধরা পড়ে । পরবর্তীতে রংপুরের বেসরকারি ক্লিনিক রুপসা বাংলা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে তার অপারেশন পর ইনফেকশন হলে , পরবর্তীতে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ০৪ তলা ১৫ নম্বার ওয়াডে তিনি চিকিৎসাধীন আছেন। চিকিৎসার জন্য এ পর্যন্তন প্রায় ০৭ লক্ষ টাকা খরচ হয়েছে। ২ ভাই ০১ বোনের মধ্যে রুবেল সবার ছোট । ছেলের চিকিৎসার জন্য গচ্ছিত সকল সম্পত্তি উজাড় করে দিয়েও কোন কিনারা পাচ্ছেন না তার পরিবার। বর্তমানে প্রতিদিন চিকিৎসা বাবদ ৫০০০ হাজার টাকা ব্যয় হচ্ছে। পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য আরো ৭ লাখ টাকার প্রয়োজন, টাকার অভাবে তার চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না, রুবেলের চিকিৎসার জন্য তার বাবা মায়ের শেষ সম্বল বসতভিটা বিক্রি করেছেন, রুবেলের এক ছেলে রয়েছেন যার বয়স (০৭)বছর।
রুবেলের এর মা বলেন, নম্র, ভদ্র ও ভালো ছেলে হিসেবে এলাকায় রুবেলের সুনাম রয়েছে। আমার জানা মতে রুবেল কখনো কারো ক্ষতি করেনি। তাহলে রুবেলের এমন রোগ কেন হলো।রুবেলের চিকিৎসার জন্য আমাদের পরিবারের যা কিছু ছিলো সব ব্যয় করা হয়েছে। এখন অর্থ সংকটে রুবেলের চিকিৎসার ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে। মানবিকতার দৃষ্টিতে এবং আমাদের একজন ভাই হিসেবে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করলে তার চিকিৎসা চালিয়ে যেতে পারবো। আমি সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ করবো আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো রুবেলের জীবন বেঁচে যেতে পারে।
রুবেলর সাথে যোগাযোগ ও সাহায্যে পাঠানোর জন্য ঠিকানা রুবেলের স্ত্রী ঃ মোবাইল নাম্বার ঃ০১৭৮৪৬৩৮২২০ বিকাশ পার্সোনালঃ০১৭৩৯৬৬৩৭৯৩(রুবেলের ভাই মজিদুল) ঃ রকেট পার্সোনালঃ০১৭৩৯৬৬৩৭৯৩ নগদ পার্সোনালঃ০১৭৩৯৬৬৩৭৯৩

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: