মোঃ আসাদুজ্জামান, কাউনিয়া ঃ রংপুরের কাউনিয়ায় বাড়ীর পাশে খালের পানিতে ডুবে গিয়ে দিপা মনি (৩) এক শিশু মারা গেছে।
সোমবার ০(৪ অক্টোবর) দুপুরে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের উদয়নারায়ন মাছহারী বালাপাড়া নোয়াখালীটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু দিপা মনি ওই এলাকার রমজান আলীর মেয়ে। পারিবারিক সুত্রে জানা গেছে ,সোমবার বেলা ১২টার দিকে পরিবারের লোকজনের অজান্তে শিশু দিপা মনি বাড়ীর বাহিরে খেলতে যায় , খোঁজাখূজির একপর্যায়ে খালের পানিতে মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন শিশুটির লাশ উদ্ধার করে। রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার পরিদর্শক (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত বলেন, এ ঘটনায় হারাগাছ থানায় একটি ইউডি মামলা হয়েছে।


0 coment rios: