কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামে ধান ক্ষেতে গরুর ঘাস কাটতে গিয়ে হাছেন আলী(৫৭) নামের এক কৃষক মারা গেছে। গত বৃহস্পতিবার সন্ধায় ধান ক্ষেত থেকে ওই কৃষকের মৃত্যু দেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
পারিবারিক সূত্রে জানাগেছে কৃষক হাছেন আলী খাওয়া সেরে সকাল ১০ টার দিকে বাড়ী থেকে একটু দুরে কাস্তে নিয়ে ধান ক্ষেতে গরুর ঘাস কাটার জন্য যায়। সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও কৃষক হাছেন আলী বাড়ীতে ফিরে না আসায় তাকে খোঁজা-খুঁজি শুরু হয়। অনেক খোঁজা খুঁজির পর নাজিরদহ নতুন চর গ্রামের একটি ধান ক্ষেতে কাইছাও(কাস্তে) হাতে সহ মৃত্যু দেহ পরে থাকতে দেখে তার পরিবারের লোকজন। পরে তার মৃত্যু দেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানাজায়নি তবে ধারণা করা হচ্ছে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করতে পারেন তিনি। কৃষক হাছেন আলী মৃত্যু আনারউল্ল্যাহ'র পুত্র। নিহতের আপন ছোট ভাই হারাগাছ ইউনিয়ন পরিষদ সদস্য হজরত আলী হজু ধান ক্ষেত থেকে মৃত্যু দেহ উদ্ধারের বিষয় টি নিশ্চিত করেছেন।

0 coment rios: