জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার পূর্ব রাজীব গ্রামে শনিবার সকালে ওয়ারড্রপের চাবী স্বামী কে না দেওয়ায় স্বামীর পিটুনিতে আহত হয়ে স্ত্রী তানজিনা খাতুন(১৯) হাসপাতালে ক্ষতের যন্ত্রণায় ছটফট করছেন।
![]() |
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের পূর্ব রাজীব গ্রামের আলামিন ইসলামের সাথে প্রায় এক বছর আগে বিয়ে হয় তানজিনা খাতুনের। যৌতুক নির্ধারন করা সত্তুর হাজার টাকা। তার মধ্যে নগদ দেয়া হয় ষাট হাজার টাকা। বাকী দশ হাজার টাকার জন্য প্রায় সময় স্বামী তার স্ত্রীর উপর শারিরীক ভাবে নির্যাতন চালায়। ঘটনার দিন শনিবার সকালে স্বামী আলামিন স্ত্রী তানজিনা খাতুনের নিকট টাকা বের করার জন্য ওয়ারড্রবের চাবি চায়। জুয়া খেলা সহ কারণে অকারণে টাকা খরচ করায় স্ত্রী চাবি লুকিয়ে রেখে তার শ্বাশুড়ী মাকে চাবি জমা দিয়েছেন বলে জানায়। এতে স্বামী আলামিন ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারপিট করে গুরুতর আহত করে। খবর পেয়ে বাবার বাড়ীর লোকজন এসে তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালের বেডে ক্ষতের যন্ত্রণায় ছটফট করছে। ওসি মাসুমুর রহমান বলেন ঘটনা টি শুনেছি অভিযোগ পেলে আইনী ব্যাবস্থা নেয়া হবে।


0 coment rios: