জহির রায়হান ঃ কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার টেপামধুপুর হাটে স্বাস্থ্য বিধি মেনে না চলায় পাঁচ ব্যাক্তির জরিমানা করা হয়েছে।
শনিবার বিকালে টেপামধুপুর হাটে গিয়ে স্বাস্থ্য বিধি মেনে না চলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা তারিন ৫ জনের জরিমানা করেন। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন সোহেল রানা ৩ শ' টাকা,শমসের আলী ৫শ'টাকা,নুর জামাল ৫শ' টাকা,মোর্শেদুল ইসলাম ১শ' টাকা ও সোহরাব হোসেনের ১হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন জানান, অপরাধ অনুযায়ী ৫জনের মোট ২৪শত টাকা জরিমানা করেন । তিনি আরো জানান আজ থেকে আগামী ৭ তারিখ পর্যন্ত গরুর হাট বন্ধ থাকবে ।


0 coment rios: