স্টাফ রিপোর্টার,কাউনিয়া ঃ রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় স্বাস্থ্য পরিদর্শকগন টেকনিক্যাল পদমর্যাদা ও ১১তম গ্রেডের দাবীতে স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকগন গত মঙ্গলবার হামরুবেলা প্রশিক্ষণ বর্জন করে।
সরেজমিনে কাউনিয়া মেডিকেলে গিয়ে দেখাগেছে হামরুবেলা প্রশিক্ষণ বর্জন করে তারা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ফোরকান আলী, প্রিয়োতোষ ভট্রাচার্য,স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহ জালাল মিয়া, পরিমল কুমার সরকার, মোঃ আবু ছালেক, মোঃ মহির উদ্দিন, দুলাল চন্দ্র চৌধুরী প্রমূখ। বক্তাগন তাদের ন্যায্য দাবী মেনে সেয়ার জন্য সকারের প্রতি আহবান জানান।

0 coment rios: