কাউনিয়া কনের বাবার ১০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার,কাউনিয়া ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় বাল্য বিয়ে সম্পন্ন করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম গত সোমবার রাতে ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের বাবার ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের পেশকার ফারুক হাসান জানান রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিলাম খরিদা সদরা গ্রামে ৪ মাস আগে আঃ লতিফ এর নবালক কন্যা দশম শ্রেণীর ছাত্রী মোছাঃ লতিফা আক্তার নীমা (১৪) এর সাথে ইউসুব আলীর পুত্র রাজু মিয়ার সাথে বাল্য বিয়ে সম্পন্ন করে গোপন রাখা হয়। ৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে মেয়ে এবং মেয়ের বাবাকে বাড়ি থেকে এনে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিয়ে সম্পন্ন করার অপরাধে কনের বাবার ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করে। এর পর পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে স্বামীর বাড়িতে পাঠাবেনা মর্মে মুসলেকা নিয়ে মেয়েকে তার বাবার বাড়িতে পাঠান হয়

0 coment rios: