স্টাফ রিপোর্টার,কাউনিয়া ঃ
কাউনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা প্রসাশনের সহযোগিতায় মুজিব বর্ষ উপলক্ষে ভলিবল টুর্ণামেন্টের ২০২০ এর ফাইনাল খেলা মোফাজ্জল হোসেন মডেল সরকার উচ্চ বিদ্যালয় মাঠে গত সোমবার বিকালে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, অধ্যক্ষ কাউনিয়া কলেজ মুসা আহম্মেদ। অনান্যের মাঝে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক আঃ জলিল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক দিলদার আলী,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশফুল আলম, সদস্য শাহ রাজু,শফিুকুল আলম শফি প্রমূখ। খেলায় এম এ এফ স্টার দল ২-০ সেটে মনিং সান স্পটিং ক্লাব কে পরাজিক করে জয় লাভ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়


0 coment rios: