সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Wednesday, February 19, 2020

কাউনিয়ায় বিভিন্ন আয়োজনে বউ শাশুড়ির মেলা ২০২০ অনুষ্ঠিত


KvDwbqv(iscyi) cÖwZwbwat
রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নে ল্যাম্ব-বর্ন অন টাইম প্রকল্পের আয়োজনে দিনব্যাপীএকটি সচেতনতা মূলক বউ-শাশুড়ির মেলায় আয়োজন করা হয়। মেলার মূল উদ্দ্যেশ্য হল প্রিটার্ম বার্থ বন্ধকরা, প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি বৃদ্ধি করা, জেন্ডার সমতা, স্বামীদের সাংসারিক কাজে অংশগ্রহণবাড়ানো। শাশুড়িরা যেন তাদের বউদের সাথে ভাল ব্যবহার করে তাদেরকে নিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কেন্দ্রে চেকআফ এর জন্য আসে এবং একজন বউ যখন গর্ভবর্তী হয় তখন সর্বাক্ষনিক তারপ্রতিটি কাজে সহযোগিতা ও যতœ নেওয়া। শহীদবাগের বউ শাশুড়ি মেলার উদ্বোধন করেন শহীদবাগইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ অব্দুল হান্নান । বর্ণ অন টাইম প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটরঅব্দুস সালামের সঞ্চালনা আরো উপিস্থিত ছিললেন বর্ণ অন টাইম প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটরলিটন দাস ইউপি সচীব আবু সাইয়েম, বর্ণ অন টাইম প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর রেজীনা খাতুন,মেলায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিচালনা কমিটিরসদস্য, সেকমো ,বউ-শাশুড়ি, অ্যাডোলেসন্ট, অভিভাবক, বাবা সহ তিন শতাধিক মানুষের জন সমাগমছিল। মেলায় বউদের জন্য চেয়ার খেলা-শাশুড়িদের জন্য বালিশ পাচার, বাবাদের জন্য কাপড় গোছানো,সাপোর্ট গ্রæপের জন্য হাড়ি ভাঙ্গা খেলা, কিশোরদের জন্য ছবিতে টিপ পড়ানো, কিশোরীদের জন্য বলনিক্ষেপ ও কুইজ (প্রি-টার্ম, জেন্ডার সমতা, বাল্য বিবাহ, গর্ভকালিন সেবা ইত্যাদি) প্রতিযোগীতাএবং কিশোর-কিশোরীদের জন্য উপস্থিত বক্তব্যের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝেপুরস্কার বিতরণ করা হয়। মেলায় জনসচেতনতা মূলক একটি নাটক প্রচারিত হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: