কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুর কুড়িগ্রাম মহা-সড়কের বেহাল দশা দেখার কেউ নেই। প্রতিনিয়িত ঘটছে দুর্ঘটনা। মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত রবিবার দুপুরে কাউনিয়ায় আরকে মহাসড়কে বাস স্ট্যান্ড থেকে সামনে আনোয়ারের বাড়ির কাছে লালমনিরহাট থেকে ছেরে আসা রংপুর গামী একটি মালবাহী ট্রাক (জুবায়ের মামা-২) ঢাকা মেট্র-ট ১৬-৩৩৫৫ ও রংপুর থেকে ছেরে আসা কুড়িগ্রাম গামী একটি প্রাইভেট কার রংপুর-গ ১১-০১১৭ মুখমুখি সংঘর্ষে পুলিশসহ দুইজন গুরুতর আহত হয়। আহতরা হলেন ঠাকুরগাঁ পুলিশের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক মোসাব্বেরুল হক (৫৫) এবং কার চালক রংপুর গুপ্ত পাড়া এলাকার আরিফ হোসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।


0 coment rios: