কাউনিয়ায় ড্রেজার মালিকের ও ঔষধের দোকানের জরিমানা
স্টাফ রিপোর্টার,কাউনিয়া ঃ রংপুরের কাউনিয়ায় ভ্রাম্যমান আলালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম গত সোমবার রাতে অবৈধ ভাবে ড্রেজার নিয়ে ভূগর্বস্থ বালু উত্তেলনের দায়ে নুরুল ইসলামের ৩০ ও ঔষধের দোকানের ড্রাগ লাইসেন্স না থাকায় আনোয়ার হোসেনর এর ৫ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের পেসকার ফারুক হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টেপামধুপুর ইউপির রাজিব গ্রামে মৃত মাসুদ আলীর পুত্র নুরুল ইসলাম অবৈধ ভাবে ড্রেজার নিয়ে ভূগর্ভস্থ বালু উত্তেলন করায় ১৮৬০ সালের দন্ডবিধির ২৯১ বিধি অনুযায়ী তার ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছারাও টেপামধুপুর ইউনিয়নের বাজেমসকুর গ্রামের আনোয়ার হোসেন এর ঔষধের দোকানের ড্রাগ লাইসেন্স না থাকায় ১৯৪০ সালের ঔষধ আইনের ২৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

0 coment rios: