মোঃ আসাদুজ্জামান কাউনিয়া,প্রতিনিধি। আমেরিকার জনগণের পক্ষে USAID এর আর্থিক সহায়তায় ১৫ ফেব্রয়ারি ২০২০ সকাল ১০ ঘটিকায়, আরডিআরএস বাংলাদেশ রংপুর বেগম রোকেয়া অডিটরিয়ামে, জনপ্রশাসন বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও Winrock International, Bangladesh Counter Trafficking in persons (BC/TIP) প্রকল্পের যৌথ আয়োজনে মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০২২ এর আলোকে মানব পাচার প্রতিরোধ কমিটির ভুমিকা ও দায়িত্ব শীর্ষক রংপুর বিভাগীয় মতবিনিময় সভা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জাকির হোসেন মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভুমি)। মাঠ সমন্বয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, রংপুর প্রেসক্লাব সভাপতি, প্রকল্প এলাকার ইউনিয়ন, উপজেলা, জেলা সিটিসি এর সভাপতি, কমিটির সদস্য সচিব, সদস্যবৃন্দ ও সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন Winrock International এর প্রতিনিধি আফরোজা আক্তার কনা।
আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন জেলা প্রশাসনের কোর্ট মসজিদের ইমাম মাওলানা মোঃ জাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেনBC/TIP প্রকল্পের চীফ অব পার্টি লিসবেথ জোনাভেল্ড এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ এর পরিচালক (মাঠ অপারেশন্স) মোঃ হুমায়ুন খালেদ। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপানা করেন BC/TIP প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মজিবর রহমান এবং জাতীয় কর্মপরিকল্পনার উপর আলোচনা করেন ইনসিডিন এর নির্বাহী পরিচালক একেএম মাসুদ আলী। উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রেসক্লাব রংপুর এর সভাপতি রশিদ বাবু,অতিরিক্ত জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,ইউপি সচিব সহ ইউনিয়ন,উপজেলা ও জেলা সিটিসি সদস্যগণ। উপস্থিত সকলেই বলেন যে“, সীমান্ত এলাকায় বোর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিপি),আনসার-ভিডিপির নজরদারি বাড়াতে হবে। প্রয়োজনে গ্রাম পুলিশদের সক্রিয় করার বিষয়টিও আলোচনা হয়। আগামী মার্চ/২০২০ থেকে মানব পাচারের শিকার ভিকটিমদের ন্যায়বিচারের স¦ার্থে সরকারীভাবে মানব পাচারের বিশেষ সেল করার বিষয়টি উপস্থিত সকলকে অবহিত করেন ইনসিডিন নির্বাহী পরিচালক একেএম মাসুদ আলী। এছাড়াও ইউনিয়ন সিটিসি,উপজেলা সিািটসি ও জেলা এর মাসিক সভা মাসের নির্দিষ্ট দিনে আইনশৃংখলা কমিটির সাথে করার জন্য আলোচনা হয়। ইউনিয়ন ও উপজেলা সিটিসি সভার সিদ্ধান্ত জেলায় লিখিতভাবে অবহিত করণের মাধ্যমে সমন্বয় করার বিষয়টি আলোচনা হয়। মানব পাচারের বিষয়টি ব্যাপক গণসচেতনতার মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দিতে হবে।



0 coment rios: