কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর মো. আব্দুস সালামকে আটক করেছে স্থানীয় জনতা এবং পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ (বকুলতলা) গ্রামে।
থানায় দাখিল করা অভিযোগ সূত্রে জানা গেছে, নাজিরদহ নামা চরের বাসিন্দা মৃত কেন্দু শেখের পুত্র মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। রোববার রাতে তার ছেলে আলমগীর হোসেন বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর আব্দুস সালাম পুত্রবধূর ঘরে প্রবেশ করেন এবং জোরপূর্বক তাকে স্পর্শ করার চেষ্টা করেন। নিজের ইজ্জত বাঁচাতে পুত্রবধূ চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে শ্বশুরকে আটক করে। পরে তারা জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ সোমবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুস সালামকে জনতার হাত থেকে আটক করে এবং ভিকটিমসহ থানায় নিয়ে যায়। অভিযুক্ত আব্দুস সালামের ছেলে আলমগীর হোসেন তার স্ত্রীর পক্ষে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং মামলার পরিপ্রেক্ষিতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমের জবানবন্দি রেকর্ডের জন্য তাকে ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় ঘটনাটি এলাকায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
0 coment rios: