সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Wednesday, December 18, 2024

কাউনিয়ায় কৃষি শ্রমিকের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় আগুনে পুড়ে গেছে এক কৃষি শ্রমিকের বসতবাড়ীর চারটি ঘর। সোমবার (১৬ ডিসেম্বর) রাত৮টায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুকসাহাবাজ(আটানী) গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ আবু তালেব। কৃষি শ্রমিক আবু তালেব বলেন, তিনি অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজ করেন ও তার ছেলে সানাই মোরে ছোট একটি দোকান করে কোন রকম সংসার চালান। 

সোমবার সন্ধার দিকে ছেলের বউ নিলিফা বেগম তার মেয়ে রোকাইয়া খাতুন বাড়ি থেকে আনতে যায়। বাড়ীতে ফিরে দেখতে পান বসতবাড়ীর ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। তার চিৎকারে প্রতিবেশী লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভানো চেষ্ঠা করেন। এরমধ্যেই তার নিজের ২টি, ছেলে আব্দুর রহিম এর ২টি ঘর ও ঘরে থাকা  প্রায় ২০মণ ধান, ১মণ চাল,১০টি হাঁস,১৩টি মুরগি এবং আসবাবপত্র ও কাপর পুড়ে ছাই হয়ে যায়।প্রতিবেশী সাজু মিয়া বলেন, আমরা প্রতিবেশী চিৎকার শুনে পুকুর থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্ঠা করেছি। কিন্তু ততক্ষনে আগুনের লেলীহান শিখায় আবু তালেবের সব কয়টি ঘর ও ঘরে থাকা মালামাল সব পুড়ে ছ্ইা হয়ে যায়। তিনি বলেন, খবর পেয়ে ফারার সার্ভিসের গাড়ি এসে এলাকাবাসিসহ আগুন নেভায়।কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত)মোঃ শামসুল হক সরকার বলেন, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের সট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক বলেন, বালাপাড়া ইউনিয়নের তালুকসাহাবাজ(আটানী) গ্রামে একটি অগ্নিকান্ডের কথা শুনে আমি ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করে প্রাথমিকভাবে কম্বল আর ৫০ কেজি চাল দিয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবারটি আবেদন করলে সরকারিভাবে আরো সহায়তা করা হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: