কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি ও কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক, দৈনিক খোলা কাগজ পত্রিকার সাংবাদিক মোস্তাক আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কাউনিয়া রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। সাংবাদিক মোস্তাক আহমেদ এর মৃত্যুতে কাউনিয়া রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এক শোক বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রিপোর্টার্স ইউনিটি কাউনিয়া নামের একটি ফেসবুক আইডি থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। কাউনিয়া সাংবাদিক এর মৃত্যুতে আরো শোক জ্ঞাপন করেছেন “প্রেসক্লাব কাউনিয়া”পীরগাছা প্রেসক্লাব,উপজেলা প্রেসক্লাব”অনলাইন প্রেস ক্লাব”এর সভাপতি,সাধারন সম্পাদকসহ সদস্যবৃন্দ। কাউনিয়া সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল বলেন,মোস্তাক আহমেদ একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও সৎ সাংবাদিক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে এবং সাংবাদিকতায় অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ এক অমূল্য ব্যক্তিত্বকে হারাল।কাউনিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ মোবাশ্বেরুল ইসলাম রাজু বলেন,আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের এই শোক সহ্য করার তাওফিক দান করুন। বি:দ্রঃ তিনি ফুসফুস ও শ্বাসকষ্ট জনিত কারনে রংপুর ডক্টরস ক্লিনিক আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
0 coment rios: