সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Sunday, June 30, 2024

কাউনিয়া হাসপাতালে মিলবে 'অ্যান্টিভেনম'

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ: বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই এই সাপের ছবি, ভিডিওসহ সাপটি সম্পর্কে নানা ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন। অনেকে প্রচার করছেন সাপটি কামড় দিলে মানুষের দ্রুত মৃত্যু হয়।

বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন। এ ধরনের নেতিবাচক প্রচারের কারণে সারা দেশে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাউনিয়ার সাপে কাটা রোগীকে আতঙ্কিত না হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ দিয়েছেন রংপুর সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ মোঃ ওয়াজেদ আলী। আসন্ন বর্ষা মৌসুমের কথা চিন্তা করে দেশের বেশির ভাগ উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনমের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাদিকাতুল তাহিরিণ বলেন, সচেতন থাকতে হবে ভয় পাওয়া যাবে না। অতি দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। ওঝার কাছে যাওয়া যাবে না। সাপে কাটা স্থান যতটা সম্ভব কম নাড়াতে হবে। বাড়ির চারপাশের ঝোঁপঝাড়, আগাছা, খড়ের স্তূপ ও লাকড়ির স্তূপ বাসাবাড়ি থেকে দূরে রাখা এবং দিনের বেলায় জমিতে কাজ করার সময় সাবধানতা অবলম্বনসহ রাতের বেলা অন্ধকারে খুব দরকার না হলে বের হওয়া যাবে না। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক বলেন, কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম রয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈজ্ঞানিক ভিত্তিতে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য অ্যান্টিভেনম ইনজেকশন সরবরাহ করা হয়েছে। এখন সাপে কাটা রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই দিতে পারবেন অ্যান্টিভেনম ইনজেকশন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: