কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার ক্ষুদে ফুটবলারদের নিয়ে প্রথম সংগঠন স্মার্ট স্পোর্টস একাডেমির ক্ষুদে ফুটবলারের মাঝে জার্সি সেট উপহার দেন আরিফা ফুড প্রোডাক্টস (চমক) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান।
রোববার (১২ মে) বিকেল ৫ টায় জার্সি সেট উপহার দিতে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন। এসময় উপস্থিত ছিলেন, স্মার্ট স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ও কাউনিয়া মহিলা কলেজের প্রভাষক মোঃ হুমায়ুন কবির (তারা), প্রধান শিক্ষক ফাকের হোসেন (চাঁন), ডাঃ ফেরদৌস হাসান জনি,মোঃ মনিরুল ইসলাম মিন্টু,সাংবাদিক জহির রায়হান,মোঃ সাইদুল ইসলাম প্রমুখ। স্মার্ট স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ও কাউনিয়া মহিলা কলেজের প্রভাষক মোঃ হুমায়ুন কবির (তারা),বলেন ভবিষ্যত কাউনিয়ার জন্য একটি আদর্শ, যথাযোগ্য ফুটবল একাডেমিতে পরিনত হবার আশা ও স্বপ্ন বুনি।
এজন্য উপজেলা প্রশাসন ও পরিষদ সহ সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য।জার্সি সেট উপহার দিতে এসে আরিফা ফুড প্রোডাক্টস (চমক) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান বলেন, কাউনিয়ার ফুটবল খেলার আনন্দ প্রায় হারাতে বসেছে। মাদকের থাবা থেকে বাঁচতে শিশু-কিশোরদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা জরুরি।হুমায়ুন কবির তারা ভাইয়ের উদ্যোগে নতুন করে ফুটবল একাডেমী চালু হলো। এরকম একটি ক্ষুদে ফুটবলারের মাঝে জার্সি উপহার দিতে পেরে ভালো লাগছে। শিশুরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে প্রতিদিন মাঠে আসছে এটা খুবই আনন্দের। খেলাধুলার জন্য যখন যা লাগবে সাধ্যমত সবসময় পাশে থাকতে ইনশাল্লাহ।

.jpeg)

0 coment rios: