কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
সোমবার (১লা এপ্রিল) সকালে কাউনিয়া উপজেলা কৃষি পরিষদ চত্বর থেকে এই কার্যক্রমের সূচনা হয়। জানা যায়, চলতি মৌসুমে উপজেলার মোট ১৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক ও উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, আউশ ধান আবাদের লক্ষ্যে প্রত্যেক কৃষক এর জন্য পাঁচ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন। উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন জানান, বিতরণ সার ও বীজ মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সোহেল আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রমুখ।


0 coment rios: