সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Thursday, April 4, 2024

কাউনিয়ায় উত্তরসূরির উদ্যোগে গুণী আওয়ামী পরিবার কে সংবর্ধনা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উত্তরসূরি (বঙ্গবন্ধু অনুসারীদের স্মৃতি সংরক্ষণ সংসদ) কাউনিয়া রংপুর এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে মহান স্বাধীনতা ও গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন, নির্ভীক ও সততার সাথে যাঁরা অংশ নিয়েছেন তাদের “শ্রদ্ধায়-স্মরণে” অনুষ্ঠান বৃহস্পতিবার টিপু মুনশি অডিটরিয়ামে আহবায়ক উত্তরসূরি বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হামিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু আদর্শের সৈনিকদের “শ্রদ্ধায়-স্মরণে” আমরা তোমাদের ভুলবনা, এ পতিপাদ্যকে সামনে রেখে জীবিত ও মরনোত্তর গুণীজন সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান রংপুর বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের ট্রেজারার মোঃ নজরুল ইসলাম, পৃষ্টপোষক উত্তরসূরি ও চেয়ারম্যান এ্যালাইড ব্লক কোম্পানী লিঃ মোহাম্মদ আলী জিন্নাহ। বক্তব্য রাখেন উত্তরসূরি এর সদস্য মোতাহার হোসেন ডালু, রফিকুল ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম সেলিম, হাবিবুর রহমান হাবিব, আশরাফুল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল প্রমূখ। সাবেক বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে মহান স্বাধীনতা এবং পচাত্তর পরবর্তী বিভিষিকাময় দিনগুলোতে বঙ্গবন্ধুর আদর্শে লালিত আমাদের অগ্রজ যারা আপোষহীন থেকে দলকে সুসংগঠিত করেছে, আমাদের দ্বায়বদ্ধতা থেকে তাদের শ্রদ্ধায় স্মরণ করতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উত্তরসূরির এ আয়োজন। আমাদের অঞ্চলে সাহসী মানুষের সংখ্যা অনেক। তাদের মধ্য থেকে অগ্রজ যাঁরা, মূলত তাঁদেরই শ্রদ্ধার সাথে স্মরণের জন্য আমাদের এই প্রয়াস। আমাদের এ প্রয়াস অব্যহত থাকবে। উত্তরসূরি'র সকলেই আমাদের সতীর্থ। সবার পরামর্শ আর ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: