কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ রংপুর-৪(পীরগাছা-কাউনিয়া) আসনে আওয়ামী মনোনীত নৌকা প্রার্থী বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি ১লাখ ২১ হাজার ৬শ'২২ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকট তম জাতীয় পার্টি লাঙ্গল মার্কা প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ৪১ হাজার ৬শ'৭১ভোট। রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানাগেছে এ আসনে ১৭৩ টি কেন্দ্রের ১৭৩ টিই কেন্দ্রে সুষ্ঠু ও শান্তি ভাবে ভোট সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ প্রার্থী বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি ৭৯ হাজার ৯শ'৫১ ভোট বেশি পেয়ে বে-সরকারী ভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
0 coment rios: