কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব সংক্রান্ত আইন শৃঙ্খলা নিশ্চিতকরন সংক্রান্তে নির্বাচনী ব্রিফিং প্যারেড ও ভোট কেন্দ্রে সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কাউনিয়া থানার আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের মধ্যে ব্রিফিং প্রদান করেন রংপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজিয়া সুলতানা। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মহিদুল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফেরদৌসী আকতার প্রমুখ।
0 coment rios: