কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা (৫০%) ভর্তুকি কার্যক্রমের আওতায় কৃষকের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর )সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিদুল হক কৃষকদের হাতে এসব যন্ত্রপাতি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ পারভীন, প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষিবান্ধব সরকার কৃষি উৎপাদন বাড়াতে শ্রমিক নির্ভরতা কমাতে কৃষিকে যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছে।সেই উদ্যোগের অংশ হিসেবে এসব যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে।কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন, কৃষকদের এসব যন্ত্রপাতি চালানোর ব্যাপারে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। তারা এসব যন্ত্রপাতি ব্যবহার করে খরচ সাশ্রয়ের মাধ্যমে অধিক ফসল উৎপাদন করবে। কৃষিকে যান্ত্রিকীকরণ করে শ্রমিক নির্ভরতা কমিয়ে তারা লাভবান হবেন।
.jpg)

0 coment rios: