সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Saturday, December 16, 2023

কাউনিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় পালিত হয়েছে মহান বিজয় দিবস-২০২৩।

বিভিন্ন সরকারী-বেসরকারী,স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান,স্কুল-কলেজসহ রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি মাধ্যমে দিবসটি পালন করে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে কাউনিয়ায় থানায় ৩১ বার তোপধ্বনি ও শহীদ স্মৃতি স্তম্ভে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কাউনিয়া থানা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করে। মোফাজ্জল হোসেন মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজে সালম প্রহণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক ও থানা অফিসার ইনচার্জ মাহাফুজার রহমান। পরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সংবর্ধনা, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, হাসপাতাল, এতিমখানা গুলোতে উন্নতমানের খাদ্য পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান। এদিকে আওয়ামীলীগ, বিএপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও যথাযথ মর্যাদায় দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছে। ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয়ের ৫২তম বর্ষ। হাজার বছরের গর্বিত বাঙ্গালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃংল ভেঙ্গে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙ্গালি জাতি। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখন্ড হিসেবে অস্তিত্ব জানান দেয় বাংলাদেশ। চির অহংকারের লাল-সবুজের বিজয় নিশান উড়ানোর দিন আজ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: