কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামে একটি রাস্তা দীর্ঘদিনেও সংস্কার না করায় জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।সরেজমিনে নিজপাড়া গ্রামে গিয়ে জানা গেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া তালতলা থেকে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডভোকেট হাবিবুর রহমান এর বাড়ীর সামন দিয়ে আরকে রোড পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তাটির বেহাল দশা। জানাগেছে ১৯৯০ সালে রাস্তাটি সরকারি ভাবে রেকর্ডভূক্ত হয়।
২০০০ সালে স্থানীয় দানশীল ব্যাক্তি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডভোকেট হাবিবুর রহমান রাস্তাটি নির্মাণ করে দেন। এরপর দীর্ঘ ২৩ বছরে আজ পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হয়নি। জনগুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে এলাকার হাজার হাজার মানুষের চলাচল করে। অথচ দীর্ঘ বছরেও রাস্তাটি সংস্কারের অভাবে ভাংতে ভাংতে বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।স্থানীয়রা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর রাস্তাটি সংস্কারের আবেদন করেও কাজ হয়নি।
বৃষ্টির কারণে রাস্তার এক পাশ পুকুরে ধ্বসে পরায় এখন যানবাহন চলাচল বন্ধ এমনকি পায়ে হেটেও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা ধ্বসের ফলে রোগী পরিবহন, কৃষকের পন্য বাজারে নিয়ে যাওয়া, ছাত্র-ছাত্রীর স্কুল কলেজ মাদ্রসায় যাতায়ত, জনসাধারণ ও যানবাহন চলাচলে চরম বিঘ্নের সৃষ্টি সহ অহরহ দুর্ঘটনা ঘটছে। রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটেযেতে পারে। ২৩ ফিট প্রস্তের রাস্তাটি পাকা করা সহ, রাস্তাটি রক্ষায় পুকুরে গাইডওয়ালও নির্মাণের দাবী জানান এলাকাবাসী। জনপ্রতিনিধিদের উদাসীনতায় হাজার হাজার লোকজন কে চরম বিপদে পরতে হচ্ছে। রাস্তাটি নির্মাণের সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডঃ হাবিবুর রহমান ৫৫ শতক জমি দান করেন, তাই রাস্তাটি পাকা করে তার স্বরণে রাস্তাটির নাম করণ করার দাবী এলাকাবাসীর। বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী জানান চলাচলের সুবিধার জন্য রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি জানান, রাস্তাটি ইউনিয়ন পরিষদের তৈরি করা। তারপরও আমাদের কাছে আবেদন করলে রাস্তাটি সংস্কার করার জন্য ব্যবস্থা গ্রহন করা হবে।
.jpg)
.jpg)

0 coment rios: