কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার বালাপাড়া খোপাতি আদর্শ সুরসুরি বাজারের সন্নিকটে রাস্তার জমি ঘেষে ঈদ গাহের দেয়াল নির্মাণ করায় হাজার হাজার মানুষ সহ যানবাহন চলাচলের বিঘ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ডেলিভারীসহ রোগীদের পরিবহনের গাড়ি ও অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে না পারায় এলাকাবাসী কে দূর্ভোগ পোহাতে হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে আদর্শ
সুরসুরি বাজারের সন্নিকটে পীরগাছা যাওয়ার রাস্তা টির পাশ ঘেঁষে ঈদ গাহের মাঠের দেয়াল নির্মাণ করায় রাস্তা চিকন হয়ে যায়। যার ফলে ওই রাস্তা দিয়ে শুধু মাত্র রিকসা,ভ্যান মোটর সাইকেল ছাড়া কোন যানবাহন চলাচল করতে পারে না।বিশেষ করে রোগী পরিবহনে এম্বুলেন্স ও অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে না অনেক প্রাণ হানির ঘটনা ঘটেছে। এছাড়াও এ গ্রামটিতে রাস্তা না থাকায় কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেনা। কলা,ধান পাট,আলু বেগন,সহ নানা ধরনের সব্জি চাষাবাদ হয়ে থাকে। কিন্ত যানবাহন চলাচল করতে না পারায় ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষীরা। গত বৃহস্পতিবার ঘোপাতী গ্রামে আগুন লেগে মোছাঃ জমিলা বেগমের বাড়ী নিমিষেই পুড়ে যায়। এতে ওই দরিদ্র পরিবারের ২টি ঘর,৭টি ছাগল, সহ ১টি গরু পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও বাড়ির স্থায়ী অনেক সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফাযার সার্ভিসের কর্মীরা যথা সময়ে উপস্থিত হলেও রাস্তা না থাকায় ঘটনা স্থলে পৌঁছাতে না পারায় তার সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এলাকা বাসী দ্রুত ঈদ গাহের মাঠের দেয়াল টি একটু সরিয়ে নেওয়ার দাবি জানান। কাউনিয়া ফায়ার স্টেশন সুত্রে জানা গেছে , খবর পেয়ে আমাদের টিম নিয়ে ঘটনাস্থলে রওনা হই কিন্তু খোপাতী গ্রামের মৃত্যু মফিজউদ্দিনের ছেলে আব্দুল জব্বারের বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠ পর্যন্ত গেলে রাস্তার কারণে ঘটনাস্থল পর্যন্ত যাইতে পারি নি পরে স্থানীয়রা খবর দেয় আগুন নিয়ন্ত্রণে এসেছে, তখন আমরা ফিরে আসি।


0 coment rios: