সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Monday, September 25, 2023

টানা বৃষ্টিতে কাউনিয়ায় তলিয়ে গেছে ফসলি জমি

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট লঘুচাপে রংপুরের কাউনিয়ায় টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। চারিদিকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এমনকি নিচু এলাকার



বাসাবাড়ির ভেতরেও ঢুকে পড়েছে পানি। গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের ফলে কাউনিয়ার অধিকাংশ জমিতে রোপা আমনের ক্ষেতও ডুবে গেছে। এদিকে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপরদিয়ে প্রবাহিত করছে।রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কাউনিয়া তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭ মেন্টি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর বিপৎসীমা ২৮ দশমিক ৭৫ সেন্টিমিটার। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কাউনিয়া উপজেলার ৩ হেক্টর জমির আমন ধান ও সবজি ক্ষেত। জলাবদ্ধতার কারণে ধানগাছ নষ্টের আশঙ্কা করছেন কৃষক।কৃষি অফিস বলছে, দু'এক দিনের মধ্যেই যদি পানি নেমে যায়, তাহলে ধানের চারার তেমন ক্ষতি হবে না। তবে এর বেশি সময় এমন পরিস্থিতি থাকলে বিপদের কারণ হতে পারে। সেইসঙ্গে নতুন রোপণকৃত আগাম সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হতে পারে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: