কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে মীরবাগ স্টেশনের পশ্চিমে এলাকায় এ দুর্ঘটনা ঘটে
মৃত মহসিন আলীর বাড়ি উপজেলার হারাগাছ ইউনিয়নের ধুমেরকুটি গ্রামে। তিনি ধুমেরকুটি এলাকায় মৃত রফিক মিয়ার পুত্র। রংপুর রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রফিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিকাল ৪টার দিকে পার্বতীপুর গামী বুড়িমারী ৬৩ নাম্বার লোকাল ট্রেনটি মীরবাগ স্টেশনে প্রবেশ করে। স্টেশন এর পার্শেই রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটাপড়েন মহসিন আলী (৭২)। এতে তাঁর মাথা শরিল থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি মারা যান। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার জানিয়েছে। পরিবারের লোকজন জানিয়েছে মহসিন আলী (৫২) কিছু দিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিল,সকালে বাড়ি থেকে বের হয়েছিল। তাই রেললাইন পার হওয়ার সময় ট্রেনের হর্ন শুনতে পাননি।
0 coment rios: