সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Friday, August 25, 2023

কাউনিয়া ৪ ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাউনিয়ার জনকে ছাত্রলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার পর এবার ৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রংপুর জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত পৌনে বারোটায় রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি

এসএম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক একেএম তানিম আহসান চপল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রংপুর জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ২৪ আগস্ট বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। উক্ত বর্ধিত সভায় যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হননি তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন আকারে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট স্ব-শরীরে উপস্থিত হয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো। যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হননি তারা হলেন, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান রিছন ও আব্দুর রাজ্জাক, কাউনিয়া কলেজ শাখার সভাপতি মুন্না সরকার ,হারাগাছ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াল। এ বিষয়ে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ বলেন, ছাত্রলীগ করলে ছাত্রলীগের সকল প্রকার নিয়ম মানতে হবে। যারা নিয়ম মানতে পারবে না, তাদের ছাত্র লীগের পদে থাকার দরকার নাই।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: