র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২৫ আগস্ট ২০২৩ তারিখ রাত্রী ২১.১৫ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন বালুয়াপাড়া এক্সেপটন এগ্রো ভিশন ফিড কোম্পানী এর সামনে বগুড়া হতে রংপুরগামী মহাসড়কের উপর যাত্রীবাহী বিভিন্ন বাসে যাত্রীদের দেহ ও ব্যাগ তল্লাশীকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১জন ব্যক্তি কৌশলে বাস হতে নেমে পালানোর চেষ্টাকালে ১০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা-মৃত সুলতান হাওলাদার, সাং-সিরামপুর, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী'কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে।উক্ত মাদক ব্যবসায়ীর প্রকৃত মাদকের লেনদেনের উৎস উদ্ঘাটনের নিমিত্তে র্যাব-১৩, রংপুর এর তদন্ত চলমান রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং ধৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে


0 coment rios: