কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়ায় হানিফ পরিবহনের যাত্রীবাহি একটি নৈশ কোচে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ তাজুল ইসলাম এবং শহিদুল ইসলাম নামের দুই মাদক কারবারিকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। কাউনিয়া থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের
ভিত্তিতে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফরহাদ মন্ডল এর নেতৃত্বে এসআই রাসেল পারভেজ, এসআই ওসমান গনি, এএসআই আশিকুর, এএসআই মাহাবুবুর, এএসআই আনোয়ারুল, এএসআই মাসুদ রানা-১, এএসআই বিপ্লব শুক্রবার রাত পৌনে ১০টার দিকে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি নৈশ কোচে তল্লাশি চালায়। পুলিশ এসময় ড্রাইভারের পাশে রাখা দুইটি স্কুল ব্যাগ থেকে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। মাদক কারবারির অপরাধে কোচের ড্রাইভার ও কোচের সুপারভাইজার মোঃ শহিদুল ইসলামকে আটক করে কাউনিয়া থানা পুলিশ। কোচের ড্রাইভার নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বাংটি হাজিবাড়ি এলাকার মৃত আরব আলীর ছেলে মোঃ তাজুল ইসলাম এবং কোচের সুপারভাইজার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নিলুর খামার এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে মোঃ শহিদুল ইসলাম। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত হানিফ পরিবহনের ঢাকা মেট্রো-ব-২৩-২৭০৬ নাম্বারের কোচটি জব্দ করে। এব্যাপারে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ্ জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করিয়া শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
.jpg)

0 coment rios: