কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ বৃহস্পতিবার(১৭ আগস্ট) দুপুরে কাউনিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাউনিয়া টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামে মোঃ নাজমুল এর বাড়িতে মাদক বিক্রি
হচ্ছে । তারই ধারাহিকতায় কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মন্তাসের বিল্লাহ্’র নির্দেশনায়, এসআই মোঃ ওসমান গনি, এএসআই আশিক, এএসআই মাসুদ-১ সহ কাউনিয়া থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে মোঃ নাজমুল এর বাড়ি থেকে ২০(বিশ) পিস ইয়াবাসহ ১. মোঃ নুরুল আমিন বাবু(২৭), পিতা - মোঃ মতিয়ার রহমান , গ্রাম - রাজিব শঠিবাড়ী এবং ২. মোঃ নাজমুল (২৫), পিতা- মৃত খাজিনুর ইসলামদ্বয় কে আটক করা হয়। এসময় মাদক ক্রয়বিক্রয়ের ১০০৫( একটা হাজার পাঁচ) টকা উদ্ধার করা হয়। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মন্তাসের বিল্লাহ্ বলেন,আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রেখে এই এলাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
0 coment rios: