কাউনিয়া (রংপুর)প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় অসহায় দুস্থ গর্ভবতী নারীদের সরকারি সহায়তার ডিমান সাইড ফাইনান্সিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের আয়োজনে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেনের সভাপতিত্বে ডাঃ সাব্বির হোসেন এর সঞ্চালনায়, বক্তব্যে রাখেন রংপুর স্বাস্থ্য বিভাগের বিভাগীয় উপ-পরিচালক ডাঃ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাইদুল ইসলাম,উপজেলা সমাজ সেবা অফিসার সামিউল ইসলাম, উপজেলা মহিলা কর্মকর্তা রেবেকা ইয়াসমিন,
আবাসিক মেডিকেল অফিসার লিয়াকত আলী প্রমূখ। কর্মশালায় জানানো হয়, দেশের অনেক অসহায় দুস্থ গর্ভবতী নারীরা আর্থিক সামর্থ্য না থাকায় গর্ভবতীকালীন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা নিতে পারে না। এতে করে মা ও শিশুর মৃত্যু ঘটে। সরকার দেশে মা ও শিশুর মৃত্যুর হার রোধে অসহায় দুস্থ গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রকল্প চালু করেছে। উপজেলা স্বাস্থ্য কর্মীরা এলাকার অসহায় দুস্থ গর্ভবতী নারীদের তালিকা করে এই প্রকল্পের আওতায় আনা হবে। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম এবং সাংবাদিকগণ অংশ নেয়।
0 coment rios: