রতন রায়হান, রংপুর।নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দরিদ্র ও নিম্নবিত্তের মানুষকে স্বস্তি দিতে সুলভে দুইটি পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তেল ও ডাল বিক্রি করছে মামুন ট্রেডার্স। তিন দিন ব্যাপী পণ্য বিতরণের শেষ দিন আজ শনিবার সরেজমিনে যেয়ে দেখা যায়, প্রায় ৪৪০০ টি টিসিবি পন্য পৌরসভা থেকে বিতরণ করছেন। দলে দলে কার্ডধারীরা উৎসাহ নিয়ে লাইনে দাড়িয়ে শিশু থেকে বয়স্ক লোক পর্যন্ত পন্য গ্রহণ করছেন
এই কেন্দ্র থেকে ক্যনেলটারী এলাকার দিন মজুর জাহিদুল ইসলাম তেল ও ডাল, কিনে বলেন, টিসিবির এই ২ টা জিনিস কিনতে ৩৪০ টাকা লেগেছে। এতে মাসে প্রত্যেক কার্ডধারীর ২৮০ টাকা সাশ্রয় হচ্ছে। টিসিবি'র পণ্য বিতরনের সময় উপস্তিত ছিলেন শহিদুল ইসলাম (সবুজ) প্যানেল মেয়র হারাগাছ পৌরসভা, নুরফুল ইসলাম( সরা) কাউন্সিলর ১ নং ওয়ার্ড, এস,এম রেজাউল করিম (লিটন) কাউন্সিলর ২নং ওয়ার্ড, আয়নাল হক(সভাপতি) হারাগাছ প্রেস ক্লাব, মাজেদুল ইসলাম,ডিলার মামুনুর রশিদ। ডিলার মামুনুর রশিদ বলেন টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। বর্তমান সরকার জন বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভর্তুকি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর ব্যবস্থা করছেন শতভাগ সচ্ছতার মধ্য দিয়ে আমরা তাঁকে সহযোগীতা করছি।


0 coment rios: