রতন রায়হান, রংপুর। রংপুরের কাউনিয়ায় হারাগাছ পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ২৭ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন করে কোনো করারোপ ছাড়াই পৌরসভার মেয়র এরশাদুল হক এরশাদ গতকাল বুধবার (১৪জুন) দুপুরে পৌর হলরুমে এ বাজেট ঘোষণা করেন। মেয়র জানান, ২০২৩-২৪ অর্থবছরের
বাজেটে রাজস্ব খাতে আয় ১ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ২৩৩ টাকা ও উন্নয়ন খাতে আয় ২৫ কোটি ২৬ লাখ ১১ হাজার ২৭৯ টাকা ধরা হয়েছে।এর মধ্যে রাজস্ব ও উন্নয়ন দুই খাতে ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ২১ লাখ ১৫ হাজার এবং সমাপনী স্থিতি ৪ লাখ ৮২ হাজার ৫১২ টাকা রাখা হয়েছে।মেয়র এরশাদুল হক এরশাদ ঘোষিত বাজেটকে জনকল্যাণমুখী আখ্যায়িত করে বলেন, এ বাজেট বাস্তবায়ন হলে হারাগাছ একটি মডেল পৌরসভায় উন্নীত হবে। হারাগাছ পৌরসভাকে একটি নান্দনিক, উন্নয়নের নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছে। পৌরসভার উন্নয়ন কর্মকান্ডের স্বার্থে বিভিন্ন দাতা গোষ্ঠী, সরকার সহযোগিতা কামনা করেন।মেয়র আরো বলেন, ২০২৩-২৪ অর্থবছরে নতুন করে পৌর কর বৃদ্ধি করা হয়নি, তাই উন্নয়নের স্বার্থে নগরবাসীকে পৌর কর পরিশোধের আহবান জানান।বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু হেনা মোঃ মোরশেদ আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুকতারা পারভীন, সুমাইয়া আক্তার, কাউন্সিলর শহিদুল ইসলাম, এস এম রেজওয়ানুল করিম, মোশাররফ হোসেন, আব্দুর ছামাদ মিয়া, মাসুদার রহমান, সাহাদৎ হোসেন, আব্দুল কাদের রানা সরকার, মাহবুবুর রহমান প্রমুখ।
0 coment rios: