রতন রায়হান, রংপুর।হারাগাছ সাহিত্য সংসদের ১৯তম মাসিক সাহিত্য আসর আজ ১৭/০৬/২০২৩ ইং রোজ শনিবার বিকালে হারাগাছ হকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংসদের সভাপতি কবি, লেখক দিলগীর আলমের
সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা কবি, ইতিহাসবিদ আবুল কাশেম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এডভোকেট ওয়াজিহার রহমান, সাংবাদিক ও শিক্ষক নূরুল আমিন ও সমাজকর্মী সফিজ উদ্দিন মাস্টার।আসরে কবিতা পাঠ করেন চাঁদনী আক্তার, ফরহাদুজ্জামান ফরহাদ, মাহফুজা আক্তার সীন, তাপস মাহমুদ, মাসুম মোরশেদ, গোলাম রব্বানী, আবুহেনা মোর্শেদ হেলাল। সংগঠনের সম্পাদক ময়নুল ইসলাম সংগঠনের মুখপত্র “মানাস” ২য় সংখ্যার আয়-ব্যয় হিসেব তুলে ধরেন এবং “মজিবর রহমান স্মারক গ্রন্থ’ র মোড়ক উন্মোচন অনুষ্ঠান সফল করতে সর্বাত্মক সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন।
0 coment rios: