কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়ায়(তালতলা) দিনের বেলা মৃত গৌতম সরকারের বাড়িতে বেলা ১১টার দিকে তালা ভেঙ্গে নগত ১লাখ টাকা,১০ ভরি স্বর্নকার ও ২০ ভরি রুপা চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। থানায় লিখিত অভিযোগে জানাগেছে নিজপাড়া গ্রামের মৃত
গৌতম চন্দ্র সরকারের স্ত্রী স্নিগ্ধা রানী মিত্র স্কুলের কাজে রংপুর জেলা শিক্ষা অফিসে সোমবার সকাল ১০টার দিকে রওনা হোন। স্নিগ্ধা রানীর মেয়ে ভাইয়ার হাট অসুস্থ নানাকে দেখতে গিয়েছিল। স্নিগ্ধা রানীর দেবর কৃষ্ণ চন্দ্র ১২ টার দিকে বাড়িতে এসে দেখে দরজা খোলা ও আলমারির তালা ভাঙ্গা। এরপর আশপাশের লোকদের বিষয়টি অবগত করেন পরে খবর পেয়ে স্নিগ্ধা রানী বাড়িতে এসে দেখেন গচ্ছিত রাখা ১লাখ টাকা ও ১০ ভরি স্বর্ন যাহার আনুমানিক মূল্য ৮লাখ ও ২০ ভরি রুপা যাহার আনুমানিক মূল্য ২২হাজার টাকা চুরি হয়েগেছে। এ বিষয়ে স্নিগ্ধা রানী মিত্র সোমবার দুপুরে কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। স্নিগ্ধা রানীর মেয়ের বিয়ের জন্য গচ্ছিত রাখা হয়েছিল। সয় সম্বল হারিয়ে বিধবা স্নিগ্ধা রানী পাগল প্রায়। কাউনিয়া বেশ কিছু দিন চুরি বন্ধ থাকলেও আবার নতুন করে চুরি শুরু হয়েছে। এ ব্যাপারে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোন্তাছের বিল্লাহ্ বলেন, অবিযোগ পেয়েছি ঘটনা স্থল পুলিশ পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
.jpg)

0 coment rios: