কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে সোমবার (২২ মে) দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের এই কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আল্হাজ¦ মোঃ আনোয়ারুল ইসলাম মায়া ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান এর নেতৃত্বে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় কাউনিয়া উপজেলার তকিপল বাজার উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আল্হাজ¦ মোঃ আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আশরাফুল ইসলাম ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমশের আলী।এসময় আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া এক জনসভায় জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা ১০ দফা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।


0 coment rios: