কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া সোনালী ব্যাংক শাখা থেকে এক গ্রাহকের টাকা নেওয়ার সময় এক পকেটমারকে হাতেনাতে আটক করা হয়। রবিবার ৭ এপ্রিল দুপুরে ব্যাংকের ভেতর থেকে তাকে আটক করা হয়। আটককৃত পকেটমারের নাম মো: আনোয়ার হোসেন (৪০)।
সে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ছিনাইহাট বড়গ্রাম গ্রামের মৃত আঃ রশিদ ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে সোনালী ব্যাংক কাউনিয়া শাখার এর একজন গ্রাহক (ইউনিয়ন সমাজকর্মী) টাকা উত্তলন করতে আসেন। তার পকেটে হাত দিয়ে টাকা নেওয়ার সময় ইউনিয়ন সমাজকর্মী হাতেনাতে ধরে আটক করে। সোনালী ব্যাংক কাউনিয়া ম্যানেজার বিপ্লব কুমার মহন্তবলেন, গ্রাহকগন তাকে ধরলে আমি থানায় ফোন করি, পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোনতাসের বিল্লাহ্ বলেন, আটককৃত মো: আনোয়ার হোসেন (৪০) তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


0 coment rios: