কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়ায় জেনারেটরের বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে সোমবার ভোরে ডেকোরেটর ব্যবসায়ী জ্যোতিষ চন্দ্র(৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানাগেছে, রংপুরের কাউনিয়ায় সকাল ছয়টার দিকে জ্যোতিষ চন্দ্র বাড়ির পাশে সচিনের উঠানে ধান শুকাতে যান।
এসময় উঠানে ডেকোরেটরের ভেজা কাপড় সরাতে গিয়ে বিদ্যুতের সংযোগ তারে জড়িয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছের বিল্লাহ জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


0 coment rios: