কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুর জেলার কাউনিয়া থানার ঘুগড়ি টারি গ্রামে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে 35 কেজি গাঁজা ও 1টি ট্রাকসহ 2 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া
ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
সোমবার রাত 3.30 সিপিএসসি র্যাব-১৩ রংপুর গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কুড়িগ্রাম হতে ঢাকাগামী একটি ট্রাকে কতিপয়
মাদক ব্যবসায়ী ট্রাকের ভিতর অবৈধ মাদক গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ট্রাকটি সনাক্ত করনের লক্ষ্যে সিপিএসসি,
র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল তৎপর হয়। পরবর্তীতে মাদক
বহনকারী ট্রাকটি সনাক্ত হলে আভিযানিক দল রংপুর জেলার কাউনিয়া থানাধীন ঘুগড়ি টারি গ্রামে
পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোষ্টে আগত মাদক বহনকারীদের একটি ভূট্টা
ভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময় কেবিন হতে ৩৫ কেজি গাজাসহ
০২ (দুই) জন মাদক ব্যবসায়ী ১। মোঃ ইয়াছিন আলী (২৯), পিতা- জাফর আলী, সাং-হাতুরা, ২। মোঃ বাবুল মিয়া (৫৫), পিতা-মোঃ আব্দুর হমিদ, সাং-
পূর্ব সাপটানা, উভয় থানা- লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাটদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম
হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা মাদক ব্যবসার সাথে
সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের আইনের আওতায়
আনার জন্য র্যাবের কার্য্ক্রম অব্যাহত রয়েছে। সিপিএসসি, র্যাব-১৩, রংপুর কর্তৃক রংপুর
জেলার কাউনিয়া থানায় একটি নিয়মিত মাদক মামলা রজু করা হয়েছে।উক্ত আসামীদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


0 coment rios: