কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ গতকাল রাতে উপজেলার মীরবাগ বাজারে আওয়ামিলীগ এর দু'পক্ষের মধ্যে ঘটা সংঘর্ষের জেরে ১০ জন আহত হওয়ার ঘটনায় বাসস্ট্যান্ড ও এর আশ-পাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উদ্ভুত যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শক্ত অবস্থানে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামিলীগ ও ৯০ দশকের
ছাত্রলীগের ব্যানারে পৃথক-পৃথক কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার বিকেলে উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ড এলাকায় ৩ নং কুর্শা ইউনিয়ন আওয়ামিলীগ এর আয়োজনে শান্তি সমাবেশ ও নব নির্বাচিত ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অপরপক্ষে মাত্র এক কিলোমিটার দূরে মীরবাগ বাজারে ৯০ দশকের ছাত্রলীগের পূর্ব নির্ধারিত শান্তি সমাবেশ চলছিল। ইতিমধ্যে ইউনিয়ন আওয়ামিলীগ নেতৃবৃন্দ তাদের কর্মসূচি শেষ করে মিছিল নিয়ে মীরবাগ বাজারস্থ দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হতে থাকলে উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পর্যায়ে মুখোমুখি হলে উভয় পক্ষে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুই গ্রুপের দ্বন্দকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতা এড়াতে উপজেলা সদর বাসস্ট্যান্ড মোড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন আছে। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান বলেন, শান্তি সমাবেশে আসা কর্মীদের জন্য দলীয় কার্যালয়ে আপ্যায়নের ব্যবস্থা ছিল। কিন্তু অন্য নামের ব্যানারে একটি পক্ষ বিশৃঙ্খলা করতে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এ ঘটনায় আমাদের কয়েকজন কর্মী আহত হন। তবে ৯০ দশকের ছাত্রলীগের মুখপাত্র আশরাফুল আলম বলেন, আমরা সরকারি দলের কর্মী। মীরবাগ বাজারে শান্তি সমাবেশ ছিল। কিন্তু বিশৃঙ্খলা সৃস্টির উদ্দেশ্যে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের কতিপয় নেতারা আমাদের পুর্ব ঘোষিত তারিখে তারাও শান্তি সমাবেশ ডাকে। আমাদের শান্তি সমাবেশ চলাকালে তাদের মিছিল থেকে অতর্কিতভাবে ইট পাটকেল ছুঁড়ে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হন।


0 coment rios: