কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলায় সমাজসেবা অফিসের ভাতা ভোগীদের বসার জন্য স্থায়ী বেঞ্চনির্মাণ এর টাকা আত্বসাৎ এর পায়তারার অভিযোগ। জানাগেছে , গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়নের জন্য গত ০৯ নভেম্বর ২০২০ সালে বিভাগীয় কমিশনার রংপুর থেকে কাউনিয়া উপজেলা সমাজসেবা অফিসের ভাতা ভোগীদের বসার জন্য স্থায়ী বেঞ্চনির্মাণ এর জন্য নগদ ৫০ হাজার টাকা-বরাদ্দ প্রদান করেন। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে
উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে দেখা মেলেনি স্থায়ী কোন বেঞ্চ। এ কর্মসূচির অর্থ উত্তোলন ও বাস্তবায়নের সময়সীমা ০৯/১১/২০২০ সাল থেকে ৩১/১২/২০২০ খ্রি. তারিখ পর্যন্ত।কিন্তু মেয়াদ শেষ হলেও এখনো বাস্তবায়ন হয়নি।এদিকে উপজেলার সমাজ সেবা অফিসের বিভিন্ন ভাতা ভোগীদের বসার জন্য ব্রেঞ্চ নির্মান কাজ, কাগজে-কলমে প্রকল্পের কাজ সম্পন্ন দেখানো হলেও বাস্তবে কিছুই করা হয়নি। প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধিদের তদারকি/জবাবদিহিতার আওতায় এনে সর্বসাধারণের নিকট তাদৃশ্যমান করার কথা থাকলেও তা করা হয়নি। এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আহসান হাবীব সরকার জানান টাকা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম স্যারের কাছে আছে। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম জানান, টাকা পিআইও অফিসারে কাছে আছে,যায়গার সমস্যার কারনে করা হয়নি তবে দ্রুত করা হবে। এ ব্যাপারে রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন মুঠোফোনে জানতে চাইলে বলেন,আমি ২০২২ সালে যোগদান করেছি আপনার মাধ্যমে জানতে পারলাম যে, কাউনিয়া উপজেলায় সমাজসেবা অফিসের ভাতা ভোগীদের বসার জন্য স্থায়ী বেঞ্চনির্মাণ এর ৫০হাজার টাকা দেয়া হয়েছে কাজ না হয়ে থাকলে নিয়ম অনুযায়ী যেটা ব্যাবস্থা নেওয়া দরকার আমি নিব।


0 coment rios: